একদিনেই ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ’ অভিবাসী উদ্ধার

0
192
Print Friendly, PDF & Email

মঙ্গলবারেই ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। উদ্ধারকৃতরা স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে স্পেনের মেরিটাইম সেফটি এজেন্সি টুইটারে বলেছে, স্পেন ও মরক্কোকে পৃথককারী জিব্রাল্টার প্রণালী ও অ্যালবোরান সমুদ্রে ৩০টি নৌকা থেকে মোট ৪৮৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, চলতি বছরের শুরু থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৮,৬৫৩ জন অভিবাসী স্পেনের উপকূলে পৌঁছায়। এরা মূলত সাব সাহারান আফ্রিকার গায়ানা, মরক্কো, মালি ও মৌরিতানিয়ার নাগরিক।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/

শেয়ার করুন