প্রধানমন্ত্রীর ‘প্রতিহিংসার ভাণ্ডার’ খালি হওয়ার নয়: রিজভী

0
411
Print Friendly, PDF & Email

“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ‘আরাম আয়েশে থাকলেও’ মামলার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন” বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তার ‘প্রতিহিংসা’ হিসেবে দেখছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এটি অমানবিক বক্তব্য।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) প্রতিহিংসার ভাণ্ডার এতই বড় যে, প্রতিদিন তিনি অবান্তর, অসত্য, কটূবাক্যের স্রোত বইয়ে দিলেও তাঁর সেই ভাণ্ডার খালি হয় না।’

বুধবার নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী। এ সময় তিনি ২৩ জুলাই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলেন।

সেদিন শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জেলখানায় খায়-দায়-শুয়ে থাকে। আর যেই মামলার তারিখ আসে সে অসুস্থ হয়ে যায়। যখনি আদালত হাজিরার তারিখ পড়ে তখনি অসুস্থ হয়ে যায়।’

‘আদালতে হাজিরা এড়াতে খালেদা জিয়া নাটুকেপনা করছেন। নাইকো দুর্নীতি মামলায় এফবিআই (যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা) বসে আছে সাক্ষ্য দেয়ার জন্য। খালেদা জিয়া জানে যে কোর্ট গেলেই ধরা খাবে। তাই আদালতে হাজিরার তারিখ এলেই অসুস্থ হয়ে পড়ে আর হাজিরার তারিখ চলে গেলে আবার ভালো হয়ে যায়।’

কারাগার খালেদা জিয়া সব ধরনের সুবিধা পাচ্ছেন জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘কোনো কিছুর কমতি নেই খালেদা জিয়ার কারাগারে। যা যা চাচ্ছে তাই পাচ্ছে। এ রকম আয়েশ করতে তো আর কেউ পায়েস খেতে পারে নাই।’

তবে রিজভী বলেন, ‘গতকালও কারা কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট করেছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাই তাঁকে আদালতে হাজির করা যায়নি।’

‘সরকারি-বেসরকারি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক’রা বলছেন তিনি অসুস্থ। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনা সেটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন?’

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে বিএনপি নেতা বলেন, ‘শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন তখন প্রতিদিন শুনতাম তিনি কানে শোনেন না, চোখেও দেখেন না, আরও কত কি। দিব্যি বেসরকারি হাসপাতাল স্কয়ারে নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি।’

‘সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনার বক্তব্য বিবেকবর্জিত ও বিনা চিকিৎসায় তার রাজনৈতিক প্রতিপক্ষের জীবনকে সংকটাপন্ন করে দিতে চান।’

রিজভী বলেন, ‘যেহেতু বর্তমানে বেগম খালেদা জিয়ার মামলাগুলো চলমান, সুতরাং এই মামলাগুলোকে প্রভাবিত করতেই বেগম জিয়াকে নিয়ে শেখ হাসিনা বিভিন্ন ফোরামে বক্তব্য দিচ্ছেন। আমি দলের পক্ষ থেকে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

মাহমুদুর রহমানের ওপর হামলা সরকারের পরিকল্পনায়

কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা সরকারের ইচ্ছায় হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘মিথ্যা মামলা, দীর্ঘদিন কারাগারে আটক, রিমান্ডে নির্যাতন তিনি সহ্য করেছেন। কিন্তু গত রবিবার তাকে শারীরিকভাবে আক্রমণ সামগ্রিক সরকারি সন্ত্রাসের প্যারাডাইম শিফট।’

‘তাঁকে আক্রমণ করে রক্তাক্ত করার পৈশাচিক ঘটনা পূর্ব পরিকল্পনার বাস্তবায়ন। মাহমুদুর রহমানের ওপর এই রক্তাক্ত আঘাত সরকার প্রধানের ক্রুদ্ধ প্রতিশোধের বহিঃপ্রকাশ।’

‘এই সন্ত্রাসী আক্রমণের নির্দেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া হয়েছে।’

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের শাস্তিও দাবি করেন বিএনপি নেতা।

(ঢাকাটাইমস/২৫জুলাই

শেয়ার করুন