মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

0
147
Print Friendly, PDF & Email

কক্সবাজারের মহেশখালীর কালামারছড়ার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব। ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমানের গোলাবারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অস্ত্র তৈরীর ২ জন কারিগরকে আটক করা হয়।

শনিবার দিবাগত রাত থেকে আজ ভোররাত পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব-৭। আটক মো: আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরী করে আসছিলো।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে রাতে র‌্যাবের একটি দল অভিযানে যায়। অভিযানে কালারমারছড়ার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র তৈরির দুইজন কারিগরকে আটক করা হয়। ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, ২০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন