আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের একসময় ভাটা ছিল। এখন বিএনপির ভাটা। বিএনপির এই ভাটা জোয়ারে পরিণত হবে কি না, সেটা বলতে পারব না।’ তিনি বলেন, ‘আজ যে জোয়ার আওয়ামী লীগের পক্ষে, তাতে আগামী নিবার্চনে আবারও আওয়ামী লীগ এই জোয়ারে ভাসবে।’ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়াদীর্ উদ্যানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। আজ শনিবার এ উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গণসংবধর্না কমর্সূচি উপলক্ষে আয়োজিত এক চিত্রকমর্ প্রদশর্নীতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। গণসংবধর্না নিবার্চনী শোডাউন কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে কখনো জোয়ার, কখনো ভাটা থাকে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর আওয়ামী লীগ ভাটায় ছিল। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনো এক ভয়াল পরিস্থিতিতে ভাটায় ছিলাম। তত্ত¡াবধায়ক সরকারের সময়ও। এখন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ উন্নয়ন করেছে করছে, দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। এ কারণেই কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে এ সংবধর্না।’ সব দলের অংশগ্রহণে আগামী নিবার্চন অনুষ্ঠান নিয়ে বিএনপির দাবির বিষয়ে কাদের বলেন, সব দলের অংশগ্রহণে নিবার্চন আওয়ামী লীগ চায় না, এটা কখনো কি তারা বলেছেন? তবে আওয়ামী লীগ কাউকে টেনে নিবার্চনে আনবে না। সব গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নিবার্চনে অংশগ্রহণ করবে, এটা প্রত্যেক দলের রাজনৈতিক অধিকার। এটা করুণার কোনো বিষয় নয়। করুণা বা দয়ায় কেন বিএনপি নিবার্চনে আসবে। এটা করাটা তাদের অধিকার। ভোটের কাছে সংলাপ হবে কি না, জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সংলাপের কী প্রয়োজন? নিবার্চন হতে তো কোনো সমস্যা নেই। বিএনপি কী জাতীয়তাবাদী নিবার্চন কমিশন চায়? কমিশনে তো তাদের প্রতিনিধি আছে। বিএনপিকে কি নিবার্চনে জয়ের গ্যারান্টি দিতে হবে? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন