অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, জিডি

0
183
Print Friendly, PDF & Email

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি পাঠিয়ে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী কবির আহমেদ থানায় জিডি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি আসে। নাম-ঠিকানা ছাড়া ওই চিঠির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে সে বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।

এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১১ সালের ২ জানুয়ারি, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালে ৩০ মে এবং ২০১৭ সালের ৭ ও ২৪ ডিসেম্বর এসব হত্যার হুমকি দেওয়া হয়।

শেয়ার করুন