ফিলিস্তিনিদের নিরবে হত্যা করতে চায় ইসরায়েল!

0
127
Print Friendly, PDF & Email

চলতি সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ‘ফেসবুক বিল’ নামের একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের ভিত্তিতে সন্ত্রাস উসকে দেয় এমন কোনো বিষয় মুছে ফেলতে ফেসবুক, গুগলসহ অন্যান্য ইন্টারনেট জায়ান্টকে অনুরোধ জানাতে পারবে ইসরাইলি কর্তৃপক্ষ।

মঙ্গলবার নেসেট অপর একটি আইন পাশ করেছে যার মাধ্যমে মানবাধিকার সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে দেশটি। কারণ, ওই মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের দমনপীড়নের বিষয়টি প্রকাশ করছে বলে মনে করছে ইসরায়েল।

এই নতুন আইনের বিষয়ে ইসরায়েলি শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট জানান, যারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে তারাই এই আইনের লক্ষ্যবস্তু।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নাফতালি বেনেটই ওই আইনটির বিষয়ে উদ্যোগ নিয়েছেন ।

নাফতালি বেনেট বলছেন, যেসব সাবেক ইসরায়েলি সেনা ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও নির্মম আচরণ করেছে তাদের সাক্ষাৎকার নিয়ে ইসরায়েলি এনজিওগুলো গর্হিত কাজ করছে। তারা আমাদের গোপনীয়তা ফাঁস করে দিচ্ছে।

ইসরায়েল প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালাচ্ছে। পর্যবেক্ষরা বলছেন, ইসরায়েলি বর্বরতার তথ্য বর্হিবিশ্ব যাতে অবগত না হতে পারে সেজন্যই ইসরায়েলের ওই প্রচেষ্টা। আর এর মূল উদ্দেশ্য হলো নিরবে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালিয়ে যাওয়া এবং তাদের হত্যা করা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন