ভল্টের স্বর্ণের ঘটনা পর্যালোচনা করা হচ্ছে: অর্থপ্রতিমন্ত্রী

0
195
Print Friendly, PDF & Email

কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণে অনিয়মের ঘটনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এটি তদন্ত করে দেখা হবে। দুনিয়া কাঁপানো কোনো ঘটনা ঘটেনি।

বুধবার সচিবালয়ে তার নিজ দফতরে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকের স্বর্ণ ব্যাংকেই আছে, বাইরে যায়নি। ব্যাংকে ছয় স্তরের নিরাপত্তা আছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও সিস্টেমের বাইরে ভল্টে যেতে পারেন না। দুই তিন জায়গায় ক্লিয়ারেন্স নিয়ে যেতে হয়। আর আমাদের তো প্রশ্নই উঠে না। আপনারা নিশ্চিত থাকবেন যে, কিছু বাইরে যাই নাই। যে সামান্য ফরটি/এইটটি, এটা হতে পারে। আমিও মাঝে মাঝে ইংলিশ এইটটি থেকে বাংলা ফরটি লিকতে গেলে গণ্ডগোল হয়ে যায়, আপনাদেরও মাঝে মাঝে হতে পারে। তবে আমরা বিষয়টাকে ছোট করে দেখছি না, এটা নিশ্চিত থাকেন। সামান্য ফাঁক দিয়েও কিন্তু বড় হয়ে যায়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর সদস্য কালিপ্রদ, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সিনিয়র সচিব ইনুছুর রহমান, অতিরিক্ত সচিব ফজলুর রহমান ও শুল্প গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদেশে অবস্থান করায় প্রতিমন্ত্রী এই বৈঠক ডাকেন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক দাবি করে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া স্বর্ণের বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিদর্শন প্রতিবেদন বস্তুনিষ্ঠ ও সঠিক নয়। স্থানীয় স্বর্ণকারের থেকে ভাড়া করা মেশিন ব্যবহার করে স্বর্ণের পরিমাপ করা হয়েছে। স্বর্ণের পরিমাপ করার জন্য আনবিক শক্তি কমিশনে পাঠানোর প্রস্তাব করা হলে শুল্ক গোয়োন্দা তা না করেই প্রতিবেদন দিয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিদর্শনের আলোকে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের ফলে আকস্মিকভাবে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়

শেয়ার করুন