‘আমরা সতর্ক থাকবো, যাত্রীদের সতর্ক থাকতে হবে’

0
778
Print Friendly, PDF & Email

শিবচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি : এনটিভি

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এবার পবিত্র ঈদুল ফিতর বর্ষা মৌসুমে। আমরা সবাই সতর্ক যাতে কোনো ধরণের দুর্ঘটনা না ঘটে।’ তিনি যাত্রীদেরও সতর্ক থাকার অনুরোধ করেন।

আজ শুক্রবার মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি লঞ্চঘাট, স্পিডবোট ঘাট , ফেরি ঘাট পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, ‘যাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছ্যন্দে বাড়িতে গিয়ে ঈদ করতে পারে তার জন্য আমরা সবাই সতর্ক। আমাদের নৌ পরিবহন মন্ত্রনালয়, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, পুলিশ, স্থানীয় প্রশাসন সবাইকে আমরা এ ব্যাপারে সতর্ক করেছি।’

শাজাহান খান বলেন, ‘সেই সাথে যাত্রীদের অনুরোধ করতে চাই, তাঁরা নিজেরা যেন একটু সতর্ক থাকেন। অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চে যেন কেউ না চড়ে। আবহাওয়া বুঝে যাতায়াতের জন্য অনুরোধ করব।’

নৌ পরিবহনমন্ত্রী আরো বলেন, ‘কোন ভাবেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বা বাড়তি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।’

এ সময় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমরেড মো. মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন