‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি গানের দৃশ্যে ফেরদৌস ও মমঈদের ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল সব আয়োজনে। এবারের ইত্যাদিও তার ব্যতিক্রম নয়। অসাধারণ সব আয়োজনের পাশাপাশি থাকছে একঝাঁক তারকার পরিবেশনা। দেখা যাবে ফেরদৌস, মম, অপূর্ব, মোনালিসাকে। তাঁরা থাকছেন বিশেষ একটি মিউজিক্যাল পর্বে। দর্শকদের জন্য এটি চমকও বটে। পুরোনো দিনের দুটি জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করবেন এই প্রজন্মের অভিনয়শিল্পীরা। কিন্তু গানের দৃশ্যায়নে তুলে ধরা হয়েছে সে সময়কার কথা আর তার বর্তমান রূপ। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে সুরে সুরে। নাচে-গানে এই পর্বে দেখা যাবে এই চার তারকাকে। তাঁদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী।
ইত্যাদি সূত্র জানিয়েছে, তারকাসমৃদ্ধ চমৎকার এই পরিবেশনা উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণ উপভোগ করেন। এই নাচে অংশগ্রহণ করে আনন্দিতও এই তারকারা। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে।