প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে দেখা গেল ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিনকে। তানিয়া সুলতানার কথায় কণ্ঠশিল্পী শানের সিঙ্গেল ট্র্যাক ‘তুমি আমি জোনাকি’ গানে ফারিয়ার সহশিল্পী ইরফান সাজ্জাদ।
এই গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলো প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া। রবিবার সন্ধ্যায় হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হন সংগীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব গুহ, লুৎফর হাসান, কিশোর পলাশ, মারিয়া, রাফাত, রিংকু, মিলন, সুজন আরিফ, শাফায়েত, তানজিনা মিতা, এসডি সাগর, নাঈম তালুকদার, স্ম্যাক আজাদ, আরমিন সুমন, এমএইচ রিজভী, সংগীত পরিচালক জেকে, গীতিকার সোমেশ্বর অলি, শিশুসাহিত্যিক খালেদুর রহমান জুয়েল, অয়ন চাকলাদার, অভিনেতা আরিফ মাহবুব তমাল, চিত্রপরিচালক সৈকত নাসির, মডেল আদর, তনু, সেজুতিসহ আরো অনেকে।
কেক কেটে এর শুভযাত্রা করেন আসিফ আকবর, ধ্রুব গুহসহ আগত অতিথিরা। এসময় শিল্পী শান, নির্মাতা জীবন শাহাদাৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, শীঘ্রই লায়নিক মাল্টিমিডিয়া থেকে একাধিক মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব সিরিজ মুক্তি পাবে ।