গাজীপুরে ভোট ২৬শে জুন

0
421
Print Friendly, PDF & Email

আগামী ২৬শে জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ১৮ই জুন থেকে প্রার্থীরা প্রচারণা
চালাতে পারবেন। রোববার বিকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সচিব জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোটের কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত হয়েছে- ২৬শে জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গাজীপুরে। সেক্ষেত্রে ১৮ই জুন থেকে প্রচারণা করতে পারবেন। তিনি বলেন, চলতি মাসে রোজা এ কারণে ঈদের পর ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে যে প্রার্থীরা রয়েছেন তারাই ভোটে অংশ নেবেন। সব কিছু আগের মতো থাকবে। প্রঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ই মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের দিন ছিল। কিন্তু, এক রিট আবেদনের পর হাইকোর্ট এই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার সেই তিনটি আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ২৮শে জুনের মধ্যে ইসিকে নির্বাচন করার আদেশ দিয়েছেন। ২০১৮ সালের ৫ই সেপ্টেম্বরের মধ্যে গাজীপুরে ভোট করার আইনি বাধ্যবাধকতা আছে।

শেয়ার করুন