অদ্ভুত প্রাণির খোঁজ দিলেন বিজ্ঞানীরা!

0
221
Print Friendly, PDF & Email

অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তের সমুদ্র সৈকতেই শুধুমাত্র পাওয়া যায় তাদের। নাম ‘মেরি রিভার টার্টল’। মাথায় মো-হক স্টাইলের চুল। তাও আবার সবুজ রংয়ের। তাই তাকে ‘পাঙ্ক টার্টল’ও বলা হয়।

‘ট্রিহাগার’ নামে ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সে দেশের কুইন্সল্যান্ডের এই প্রাণি নিঃশ্বাস নিতে পারে যৌনাঙ্গ দিয়ে। এমন প্রক্রিয়ার ফলে, এই প্রজাতির কচ্ছপ পানির তলায় কাটাতে পারে টানা তিন দিন।

১৯৯০ সালেই এই প্রজাতির কচ্ছপ স্বীকৃতি পায় এক আলাদা ধরনের প্রিণি হিসেবে। কিন্তু, দুঃখের কথা হল, প্রথম ৩০টি বিপন্ন প্রাণির মধ্যে রয়েছে এই মেরি রিভার টার্টল। সম্প্রতি, লন্ডনের জুওলজিক্যাল সোসাইটি-র একটি বিভাগ ‘এজ’ এই তালিকা প্রকাশিত করেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মেরি রিভার টার্টল পানিতে ও স্থলে, দুই জায়গাতেই শ্বাস-প্রশ্বাস নিতে পারে। এবং পানির তলায় গিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়ার জন্য এদের ‘বাট ব্রিদার’ও বলা হয়।

আকারে খুব বেশি হলে ৪০ সেন্টিমিটার মতো হয়। এবং লাগাতার পানির তলায় থাকার ফলেই এদের মাচায় গজিয়ে ওঠে শ্যাওলা।

৬০ ও ৭০ দশকে, মানুষ এদের পুষ্যি হিসেবে রাখতে পছন্দ করত। তার ধাক্কায় এদের সংখ্যা খুবই কমে গেছে। কারণ, এই মেরি রিভার টার্টলদের প্রজনন ক্ষমতা হয় ২৫ থেকে ৩০ বছর বয়সে। যার ফলশ্রুতি, এই কচ্ছপরা হয়ে পড়ছে বিপন্ন প্রজাতির।

বিডি প্রতিদিন

শেয়ার করুন