নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তার ছেলে আশরাফুল হক বাদী হয়ে রায়পুরা থানায় এ হত্যা মামলাটি দায়ের করেনে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রায়পুরা উপজেলায় সভা শেষে বাঁশগাড়ীতে নিজের এলাকায় ফিরছিলেন ওই চেয়ারম্যান সিরাজুল হক। চেয়ারম্যানের বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দায় পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে তাকে গুলি করে সড়কের পার্শ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয়। ওই সময় সড়কে চলাচলরত লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে চেয়ারম্যানের মৃত্যু হয়।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন