গাজীপুর সিটি নির্বাচন কেন্দ্রেই ফল প্রকাশের দাবি বিএনপির প্রার্থী হাসানের

0
400
Print Friendly, PDF & Email

গাজীপুরে সুজন আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গণনার পর প্রতি কেন্দ্রে ফল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। সোমবার দুপুরে গাজীপুরে সুজন আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই দাবি জানান তিনি।

মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ বলেন, তাঁদের নেতাকর্মীকে প্রচার-প্রচারণার কাজে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। ২০ দলীয় জোটের নেতাকর্মীরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে গেলে সম্প্রতি পুলিশ তাঁদের মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার ও মামলা করে কারাগারে পাঠিয়েছে। তিনি গাজীপুরের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল বিএনপির মেয়র পদপ্রার্থীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান, প্রতি কেন্দ্রে ভোট গণনার পর রেজাল্ট শিটে প্রতি প্রার্থীর এজেন্টের সই নিয়ে তা রিটার্নিং কর্মকর্তার অফিসে পাঠানো হয়। সেখানে ফল কারচুপির আর কোনো সুযোগ থাকে না।

শেয়ার করুন