প্রেম প্রত্যাখ্যান করায় হামলা, তরুণী আহত

0
370
Print Friendly, PDF & Email

গাজীপুরের শ্রীপুরে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসাছাত্রীকে কুপিয়েছে বখাটেরা।

সোমবার বিকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মরিচারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রীর বাবা জামাল উদ্দিন এ ঘটনায় মরিচারচালা গ্রামের বাছির উদ্দিনের ছেলে হৃদয় (২০), ইয়াছিনের ছেলে রুবেল (২৫), হেলাল উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা মরিচারচালা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী লিমা আক্তারকে (১৪) মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই প্রেম প্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলত। ঘটনার সময় অভিযুক্তরা দা, লাঠি, রড নিয়ে লিমাসহ তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা করে।

হামলায় বাম হাতের রগ কেটে দেয়া হলে গুরুতর আহত হয় লিমা আক্তার। এ সময় মাদ্রাসার শিক্ষকসহ আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে লিমাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহত সহপাঠী শাওন, মানিক ও রানাকে স্থানীয়ভাবে ফার্মেসি থেকে চিকিৎসা দেয়া হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, অভিযুক্তদের গ্রেফতারের উদ্দেশে এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন