নির্যাতন সইতে না পেরে সৎমাকে কুপিয়ে হত্যা

0
399
Print Friendly, PDF & Email

যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্যাতন সইতে না পেরে সৎমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক কিশোর।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কীর্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সৎমায়ের নাম আনোয়ারা বেগম (৪৫)।

হত্যার পর হত্যাকারী কিশোর থানায় আত্মসমর্পণ করে। পরে সে পুলিশকে জানায়, আপন ছোট ভাইয়ের ওপর নির্যাতন সইতে না পেরে তাঁর সৎমাকে কুড়াল দিয়ে কুপিয়ে সে হত্যা করেছে।

পরিবারের বরাত দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলার কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান প্রথম স্ত্রীকে তালাক দেয়ার পর আনোয়ারাকে বিয়ে করেন। মশিয়ার রহমানের আগের সংসারে দুটি ছেলে রয়েছে। ছোট ছেলেটিকে ঠিকমতো খেতে দিতেন না সৎমা আনোয়ারা। প্রায়ই মারধরও করতেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই কিশোর কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর সৎমা আনোয়ারাকে হত্যা করে।

পুলিশ জানায়, রাত নয়টার দিকে ওই কিশোর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ময়নাতদন্তের জন্য আনোয়ারার লাশ আজ সোমবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আত্মসমর্পণকারী কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন