নিহত কুয়েটের শিক্ষার্থীদের পরিবার পাবে ২৫ লাখ টাকা

0
176
Print Friendly, PDF & Email

আজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে অনশন ভেঙেছেন ।ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত কুয়েটের চার শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২৫ লাখ টাকা করে দেয়া হবে।গতকাল রাত ১০টার দিকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান শিক্ষার্থীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

স্থানীয় সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে আলোচনা করে ওই অর্থ দেয়ার আশ্বাস দেন। পরে তিনি প্রশাসনিক ভবনের নিচে আন্দোলনরত শিক্ষার্থীদের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান বলেন, আগামী ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে নিহতদের দোয়ার অনুষ্ঠানে তাদের প্রত্যেক পরিবারের কাছে নগদ ১০ লাখ টাকা করে দেয়া হবে। পরবর্তী এক মাসের মধ্যে প্রতিটি পরিবারকে আরও নগদ ১৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা দেয়া হবে।

এছাড়া নিজে সঙ্গে থেকে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি টিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করে তাদের আর্থিক অনুদানের জন্য সুপারিশ করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেন সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

সংসদ সদস্যের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। উল্লেখ্য,কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের চার শিক্ষার্থী গত ১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত স্কয়ার গ্রুপের একটি টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নশিপের) জন্য ময়মনসিংহের ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া নেন।

২৫ মার্চ রোববার দিবাগত রাত ১টায় ভালুকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মো. তৌহিদুল ইসলাম। গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মো. শাহীন মিয়া, বৃহস্পতিবার রাতে মো. হাফিজুর রহমান ও শুক্রবার সকালে দীপ্ত সরকারের মৃত্যু হয়।

বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন