জম্মু-কাশ্মীরে নিহত ১১ জঙ্গি, ২ জওয়ান, ১ সাধারণ নাগরিক

0
133
Print Friendly, PDF & Email

গতকাল রাত থেকে দক্ষিণ কাশ্মীরের দুই জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে।জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ১১ জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষে ২ জওয়ান এবং ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।শোপিয়ানে জঙ্গিদের দু’টি দল লুকিয়ে আছে— এই খবর পাওয়ার পরই গত রাতে অভিযান চালায় সেনা বাহিনী। সেনার গুলিতে শোপিয়ানের দ্রাগ্গারে মৃত্যু হয় সাত জঙ্গির। শোপিয়ানেরই কাচদোরায় সংঘর্ষে মৃত্যু হয় তিন জঙ্গির।

পাশাপাশি, শনিবার ভোর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দিয়ালগাম এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সেখানে মৃত্যু হয় আরও এক জঙ্গির। এক জঙ্গিকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

প্রাথমিক ভাবে জঙ্গিরা প্রত্যেকেই পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করছে সেনা।সেনা বাহিনীর তরফে নিকেশ জঙ্গিদের পরিচয় জানানো হয়নি। তবে তারা পাকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে।বিবিসি২৪নিউজ,আর্ন্তজাতিক

শেয়ার করুন