বিশ্বকাপ জিতলে প্রত্যেককে ৮ লাখ ইউরো বোনাস!

0
260
Print Friendly, PDF & Email

জমে উঠেছে আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে প্রতিযোগী দেশগুলো প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলেছে আসন্ন আসরের অন্যতম ফেভারিট দল স্পেনও। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

তবে টিম স্পেনের জন্য সুখবর এখানেই শেষ নয়। এবার তাদের জন্য বোনাস ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। রাশিয়া বিশ্বকাপ যদি স্পেন জিততে পারে তাহলে প্রত্যেক খেলোয়াড়কে ৮ লাখ ইউরো করে দেওয়া হবে জানানো হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৩২৫ টাকা

সে হিসাব অনুযায়ী, স্পেন যদি সত্যি সত্যিই বিশ্বকাপ জিতে যায় তাহলে ৩৫ মিলিয়ন ডলার খরচ হবে খেলোয়াড়দের বোনাস দেওয়ার ক্ষেত্রে।

বিষয়টি এখন মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন