ঢাকার মিরপুরের কাজীপাড়ার একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন থেকে জানা যায়, কাজীপাড়ায় ছয়তলা বাড়ির নিচতলায় এ পোশাক কারখানাটি রয়েছে। গভীর রাতে এতে আগুন লাগে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ১৩/১ কাফরুল, পূর্ব কাজীপাড়ার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে গতকাল রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। আজ ভোররাত সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।