কুমিল্লায় বিএনপির মেয়র প্রার্থী সাক্কু

0
649
Print Friendly, PDF & Email

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতার জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন মনিরুল হক সাক্কু। তিনি কুসিকের সাবেক মেয়র ছিলেন।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সিদ্ধান্ত দেন বলে জানিয়েছেন তাঁর গণমাধ্যমশাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, শনিবার রাতে মনিরুল হক সাক্কুসহ সম্ভাব‌্য প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। সেখানে সাক্ষাৎকার নেয়ার পর সাক্কুকে আবারও দলীয় পদে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকারের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  উপস্থিত ছিলেন।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২ মার্চ।

শেয়ার করুন