যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর অভিবাসন নীতি থেকে শুরু করে নানা বিষয়ে বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আছেন ডোনাল্ড ট্রাম্প। এবার জানালেন আরও পারমানবিক অস্ত্র চাই তার। পারমানবিক অস্ত্রের বিশাল ভান্ডার গড়ে তুলতে চান তিনি। খবর মেট্রো ইউকে’র।
রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পারমানবিক অস্ত্র মজুদের দিক থেকে পিছিয়ে পড়েছে। তাই, সবাইকে ছাড়িয়ে সব চেয়ে বড় মজুদ গড়ে তুলবেন তিনি।
ট্রাম্পের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে তিনি পারমানবিক অস্ত্রের মজুদের দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে যেতে চান।
আর এ খবরে উদ্বেগ বেড়েছে অন্যান্য পারমানবিক শক্তিধর দেশের পাশাপাশি বিশ্ববাসীর। পারমানবিক অস্ত্রের মজুদের প্রতিযোগিতা শুরু হলে সেটা কারও জন্য মঙ্গল হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।