বিরাটের মধ্যে তিন কিংবদন্তির ছায়া দেখতে পাচ্ছেন শেন

0
464
Print Friendly, PDF & Email

সবাইকে যেন ছাড়িয়ে যেতে চাইছেন বিরাট কোহলি। মাঠে নামলেই শতকের নেশা। আর এ নিয়েই বিশ্ব ক্রিকেটে এখন আলোচনা যে, এ যুগের সেরা ব্যাটসম্যান কে? জো রুট, স্টিভ স্মিথের সঙ্গে তালিকায় আছেন বিরাট কোহলিও।

সেই তর্কে আপাতত জল ঢেলে দিলেন এক কিংবদন্তি। শেন ওয়ার্ন বলে দিলেন, বিশ্বের সেরা ব্যাটসম্যানের নাম বিরাট কোহালিই। এক টক শোয়ে ওয়ার্ন বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, বিরাট কোহালিই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। যে ভাবে ও এতগুলো আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছে আর এত অল্প সময়ে, সেটা সত্যিই অবিশ্বাস্য। ’’

এখানেই শেষ নয়। এর পরে কোহালিকে আরও বড় সার্টিফিকেট দিলেন ওয়ার্ন। প্রাক্তন এই বিশ্বসেরা লেগস্পিনারের মনে হচ্ছে, কোহালির মধ্যে তিনি তিন কিংবদন্তির ছায়া দেখতে পাচ্ছেন। ভিভিয়ান রিচার্ডস, শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা। ওয়ার্ন বলেছেন, ‘‘ভিভ রিচার্ডসের মতো হাবভাব ওর। আবার শচীন আর লারার কথাও মনে পড়িয়ে দেয় বিরাট। আমি বিরাটের বিশাল ভক্ত। ওর খেলা দেখতে দারুণ লাগে। ’’

বিরাটের অধিনায়কত্ব নিয়েও বলেছেন ওয়ার্ন। ‘‘অধিনায়ক হিসেবে ওর মধ্যে একটা নাছোড় মনোভাব আছে। তা ছাড়া খুব আগ্রাসীও। অন্যদের থেকে আলাদা। সে জন্যই ওকে আমার ভাল লাগে,’’ ।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দিনের শেষে ওয়ার্ন মনে করছেন, মিচেল স্টার্কের অপরাজিত ৫৭ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফিরিয়েছে। বলছেন, ‘‘প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া কিছুটা ফিরে এল স্টার্কের ওই ইনিংসের জন্য। ’’ ওয়ার্নের আরও ভবিষ্যদ্বাণী, ‘‘যে যা-ই বলুক না কেন, এই সিরিজে যথেষ্ট লড়াই হবে। তবে অস্ট্রেলিয়াকে সব সময় আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে হবে। ’’

শেয়ার করুন