শেষ হচ্ছে মেগা ধারাবাহিক ‘ভুতু’

0
211
Print Friendly, PDF & Email

ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’ শেষ হয়ে যাচ্ছে। তবে ‘ভুতু’ শেষ হয়ে গেলেও   মন খুলে বাঁচার আর প্রাণ খুলে হাসার জন্য নতুন সিরিয়াল হিসেবে আসছে ‘বিকেলে ভোরের ফুল’। নতুন এই সিরিয়ালের প্রধান চরিত্রে অমিতাভ ভট্টাচার্য এবং সুদীপ্তা চক্রবর্তী। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে স্নেহাশিস চক্রবর্তী।

২৭ ফেব্রুয়ারি থেকে রাত ৯টায় দেখা যাবে জি বাংলার এই নতুন সিরিয়াল। সেক্ষেত্রে ‘ভুতু’র জনপ্রিয়তার সঙ্গে টক্কর দিতে হবে ‘বিকেলে ভোরের ফুল’কে। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর এই চ্যালেঞ্জ নেওয়ার অভিজ্ঞতা অনেক আগে থেকেই রয়েছে। আর প্রতিবারই সেই চ্যালেঞ্জ তিনি সফল ভাবেই মোকাবেলা করেছেন। এবারেও সেই আশাই রাখছেন পরিচালক।

শেয়ার করুন