আবারো হৃতিক প্রসঙ্গে বিস্ফোরক কঙ্গনা

0
187
Print Friendly, PDF & Email

বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে প্রেম, বিচ্ছেদÑ এসব আগেই হয়ে গেছে অভিনেত্রী কঙ্গনার। শুধু তাই নয়, দুজনের এ তিক্ত সম্পর্ক গেল বছর আদালত পর্যন্ত গড়িয়েছে। একপর্যায়ে সমঝোতার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়ে যায়। তবে এ নিয়ে আর কথা বলতে দেখা যায়নি হৃতিক কিংবা কঙ্গনাকে। এবার রোশন পরিবারের বিরুদ্ধে মুখ খুলে আবারো সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ‘কুইন’ খ্যাত এ নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, হৃতিকের ব্যাপারে মুখ বন্ধ রাখতে হুমকি দিয়ছিল রোশন পরিবার। বিস্ফোরক সেই সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ওরা ক্ষমতাশালী পরিবার। এমনও বলা হয়েছিল, মুখ খুললে আমার ক্যারিয়ার শেষ করে দেয়া হবে। তবে সেই হুমকিতে তিনি ভয় পাননি বলেও জানিয়েছেন কঙ্গনা। তার ভাষায়, ভয় পাইনি। কারণ, জানতাম আমি কোনো ভুল করিনি। তবে সেই সম্পর্ক এখন কঙ্গনার কাছ অতীত। এ কথাও স্বীকার করে নেন নায়িকা। মূলত ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কৃশ থ্রি’ ছবির শুটিংয়ের সময় থেকেই প্রেমের ঘনিষ্ঠতা বাড়ে কঙ্গনা ও হৃতিকের মাঝে। তবে কিছু দিনের মধ্যেই ব্যক্তিগত ই-মেইল দু’জনেই প্রকাশ করে দেয়ায় সেই সম্পর্ক তিক্ততার জায়গায় পৌঁছায়।

শেয়ার করুন