সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
145
Print Friendly, PDF & Email

সাভারের পৌর এলাকা থেকে নাজমুল রহমান বাপ্পী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বনপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।  

বাপ্পী ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাতে খাওয়ার পর বাপ্পী তার নিজের রুমে ঘুমাতে যান। সকালে বাপ্পী ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

শেয়ার করুন