ভালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমারার রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও ‘দুর্বল’ এই দলের কাছে উল্টো হেরে বসেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার রাতে স্বাগতিকদের পক্ষে গোল দুটি করেন সিমোনে জাজা ও ফাবিয়ান ওরেয়ানা। পিছিয়ে পড়ার পর রোনালদোর গোলে ব্যবধান কমিয়েছিল রিয়াল।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়ালের জালে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার বল পাঠিয়ে অঘটনের ইঙ্গিত দেয় ভালেন্সিয়া। তবে শেষে ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
এখানে হারলেও রিয়ালের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫২। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা খেলেছে এক ম্যাচ বেশি।