আইপিএল-এ পুনে সুপারজায়ান্টস তাকে অধিনায়কের সিংহাসন থেকে সরিয়ে দিলেও নিজের রাজ্যে মহারাজাই থাকলেন মাহি। বিজয় হাজারে ট্রফির জন্য ঝাড়খণ্ডের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনিই। কলকাতায় নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।
গ্রুপ পর্যায়ে ঝাড়খণ্ডের ৬টি ম্যাচই কলকাতায় হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টফির জন্য লড়াই। ইতোমধ্যেই ঝাড়খণ্ডের পুরো দল ঘোষণা করা হয়ে গেছে।
ঝাড়খণ্ড একাদশ : ধোনি (অধিনায়ক), ইশান কিষান, ইশাঙ্ক জাগ্গি, বিরাট সিং, সৌরভ তেওয়ারি, কৌশল সিং, প্রত্যুষ সিং, শাহবাজ নাদিম, সোনু কুমার সিং, বরুণ অ্যারন, রাহুল শুক্লা, অনুকূল রায়, মনুকুমার সিং, জাস্করন সিং, আনন্দ সিং, কুমার দেওব্রাত, এস রাঠোর, বিকাশ সিং।