গুগল সার্চ ইঞ্জিনে বেশি খোঁজ করা হয় টালিগঞ্জের এমন নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী ও নুসরাত জাহান।
শুভশ্রী, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী ও সায়ন্তিকার মধ্যে ধারাবাহিকভাবে বেশি সার্চ হয়েছে শ্রাবন্তীকে নিয়ে। শ্রাবন্তীর পরের অবস্থানে থাকা নুসরাত, মিমি, সায়ন্তিকা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে সার্চ ট্রেন্ডস বেশ কাছাকাছি। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রায় সারা ভারতেই কলকাতার এসব নায়িকাদের নিয়ে সার্চ হয়েছে। পশ্চিমবঙ্গের পরে সার্চের দিক দিয়ে এগিয়ে রয়েছে হয়েছে ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা।
তবে এদের ছাড়িয়ে গেছেন কোয়েল মল্লিক। গত পাঁচ বছরের সার্চ ট্রেন্ডসে বাকি বাঙালি নায়িকাদের পিছনে ফেলে দিয়েছেন। শুধু গত বছর জুলাইয়ের শেষ ও অগস্টের প্রথম সপ্তাহে এগিয়ে গিয়েছিলেন শ্রাবন্তী। ইমেজ সার্চের ক্ষেত্রেও কোয়েল অনেকটাই এগিয়ে। কোয়েল ও শ্রাবন্তীর পরেই আছেন শুভশ্রী ও নুসরাত।