মুম্বাইয়ের রাস্তায় আব্রামের জন্য গাড়ি ড্রাইভিং শাহরুখের

0
192
Print Friendly, PDF & Email

বলিউডের কিং খান আর তাঁর ছোট্ট ছেলে আব্রাম। কোনো না কোনো কান্ড ঘটিয়ে এই বাবা ছেলে জুটি সপ্তাহে অন্তত তিনদিন থাকেন খবরের শিরোনামে। আর নিমেশে ভাইরাল হয়ে যায় সেই ছবি।  

এবার মুম্বইয়ে প্রকাশ্য রাস্তায় দেখা গেল আব্রামের ড্রাইভারকে। হুড খোলা গাড়ি নিজেই ড্রাইভ করছেন বাদশা। ছোট্ট আব্রামকে ঘুরতে নিয়ে বেরিয়েছেন তিনি। আর আব্রাম ফুরফুরে হাওয়া খেতে খেতে দিব্য দাঁড়িয়ে উপভোগ করছে এই লং ড্রাইভ। সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। 

শেয়ার করুন