রাজশাহীতে বিভক্ত হয়ে শহীদ মিনারে গেল বিএনপি

0
115
Print Friendly, PDF & Email

রাজশাহীতে মহানগর বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একাংশ এবং মহানগর বিএনপির সভাপতি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে অপর অংশ রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোন নেতা কত বেশি নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে যেতে পারেন, এর প্রতিযোগিতাও ছিল দুই নেতার মধ্যে। শহীদ মিনারে যাওয়ার আগে মিনুপন্থীরা দলীয় কার্যালয়ের সামনে এবং বুলবুলপন্থীরা মনি চত্বরে জড়ো হন। বিগত জাতীয় দিবসগুলোতে মিনু ও বুলবুল এক সঙ্গে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে।

মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি করে গত ২৭ ডিসেম্বর দলের কেন্দ্র থেকে মহানগর বিএনপির কমিটি ঘোষণার পর মিনুপন্থীরা নাখোশ হন। তাঁরা এ কমিটি বাতিলের দাবি জানিয়ে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি করে বিভিন্ন কর্মসূচিও পালন করে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মিনুর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর কিছুক্ষণ পর মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মহানগর বিএনপির অপর অংশের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বুলবুলের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। পরে বুলবুলকে সঙ্গে নিয়ে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুলবুলের পরপরই জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপুর নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির পক্ষ হয়ে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

শেয়ার করুন