স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে ককশিট, কালো কাপড় কিনে শহীদ মিনার তৈরি। এরপর প্রভাতফেরি শেষে তাতে ফুল দিয়ে
ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল শিশুরা।
আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগমামুদালি পাড়ার একদল স্কুলগামী শিশু এভাবেই স্মরণ করেছে মহান ভাষা শহীদদের।
ওই শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর তারা এভাবেই টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকায় বাজার থেকে ককশিট, কালো কাপড় কিনে এনে শহীদ মিনার তৈরি করে। এরপর প্রভাতফেরি করে সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শিশু সৌরভ বলে, ‘আমরা প্রতিবছর নিজেদের উদ্যোগে টিফিনের সঞ্চয় করা টাকা দিয়ে ককশিট, ফুল ও কালো কাপড়ের কিনে এনে শহীদ মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি উদযাপন করি। মহান ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, শফিক, জব্বারসহ সব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।’
সৌরভ আরো বলে, ‘ভবিষ্যতে সবার সহযোগিতায় এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে ভাষাশহীদ দিবস পালন করব—এটাই আমাদের প্রত্যাশা।’
এ সময় উপস্থিত ছিল শিশু শর্মী সরকার, মহন সাহা, শচীন সরকার, প্রান্ত সরকার ও গোপাল।