যুক্তরাষ্ট্রের পদত্যাগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। এ পদে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে ম্যাকমাস্টারের নিয়োগের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন ট্রাম্প। গতকাল তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ম্যাকমাস্টারকে ‘অত্যন্ত জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি’ বলে মন্তব্য করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এ পদে নিয়োগের জন্য প্রেসিডেন্টের অনুমতিই যথেষ্ট। ম্যাকমাস্টারের নিয়োগে মার্কিন সিনেটের অনুমতি লাগবে না।
৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ওয়েস্ট পয়েন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নিয়েছেন। মার্কিন সরকারের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনেও তার অবদান আছে। ২০১৪ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম ছিল।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের জন্য সাক্ষাৎকার দিয়েছেন এ পদে বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপালনরত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জোসেফ কেইথ কেলগ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ক্যাসলেন ও জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন বোল্টন।
ফ্লিনের পদত্যাগের পরে এ পদে ট্রাম্পের প্রথম পছন্দ ছিল অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। তাকে মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ব্যক্তিগত কারণে দেখিয়ে এ প্রস্তাব সরাসরি নাকচ করে দেন রবার্ট।
এর আগে রুশ-সংশ্লিষ্টতা ও রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন ফোনালাপের তথ্য ফাঁস হওয়ায় পদত্যাগ করেন মাইকেল ফ্লিন। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফ্লিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন সাবেক পরিচালক।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি ট্রাম্পকে সমর্থন দিয়ে এসেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সখ্য আছে। ট্রাম্পের সঙ্গে পুতিন ও ক্রেমলিনের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মার্কিন ইতিহাসে সবচে কম সময়ের জন্য নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন ফ্লিন।
সূত্র: বিবিসি ও এনবিসি নিউজ