ফেনীর ছাগলনাইয়া ও দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাটে আজ বসছে দুই বাংলার মিলনমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৩ হাজার বাঙালির সমাগম ঘটবে।
ফেনী জেলা প্রশাসন থেকে গান, নাচ, আবৃত্তিরশিল্পীরা এতে অংশ নেবে বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীনগর বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি শারমীন জাহান। তিনি বলেন, এতে ত্রিপুরার সাংস্কৃতিক কর্মীরা আসবে। পরিবেশিত হবে তাদের সংস্কৃতির এবং বাংলার প্রতি তাদের ভালবাসার বহিঃপ্রকাশ। দুই বাংলার মানুষ পুস্পস্তবক অর্পণ করবে স্মৃতির শহীদ মিনারে। অনুষ্ঠানে ত্রিপুরার পক্ষ থেকে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক রীতাকর মজুমদার, রাজ্যের এডিএম মনোজ কান্তিসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।