রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0
266
Print Friendly, PDF & Email

রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম মুনসুর আহমেদ (২৮)। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় উত্তরাগামী একটি গাড়ি মুনসুরকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাহবাগ থানার এসআই অনিল কুমার সাংবাদিকদের জানান, নিহত যুবকের এক আত্মীয় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে যাওয়ার সময় ওই যুবক দুর্ঘটনার শিকার হন। তিনি আরো জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্ধ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের বাবার নাম আজান আলী। গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চন্দ্রা এলাকায়।

শেয়ার করুন