দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ব্যবহৃত টেলিফোন নিলামে উঠছে। ১৯৫৬ সালে বার্লিন বাঙ্কার থেকে এই লাল রংয়ের টেলিফোনটি উদ্ধার করা হয়। টেলিফোনে হিটলারের নামও খোদাই করা আছে। জার্মানি আত্মসমর্পণ করার পর সোভিয়েত সেনারা এটি ব্রিটিশদের হাতে তুলে দেয়।
ম্যারিল্যান্ডের চিসাস্পিক শহরে অনুষ্ঠিতব্য এই নিলামে টেলিফোনটির সর্বনিম্ন মূল্য এক লাখ ডলার ধরা হয়েছে বলে জানায় নিলাম প্রতিষ্ঠান আলেক্সান্ডার হিস্টোরিকাল অকশন।
ধারণা করা হচ্ছে এর দাম তিন লাখেরও বেশি হবে। নিলাম কর্মকর্তা বিল প্যানাগোপুলাস এই ফোনকে ‘উয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এই টেলিফোন ব্যবহার করেই হিটলার অনেক স্থানে হত্যার নির্দেশ দেন।
বিবিসি