৬৩৪ ডাক্তারের মেডিকেল লাইসেন্স বাতিল

0
391
Print Friendly, PDF & Email

ভারতের সুপ্রীম কোর্ট দেশটির মধ্য প্রদেশের মেডিকেল স্কুল ভর্তি দুর্নীতির জেরে ৬৩৪ জন ডাক্তারের লাইসন্সে বাতিল করেছে। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী অবৈধ উপায়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

এই কেলেংকারি ভিয়াপাম স্ক্যান্ডাল নামে পরিচিত। এর ফলে হাজার খানেক মানুষ গ্রেফতার হয়েছে এবং বেশকিছু রহস্যজনক মৃত্যুও হয়েছে। আদালতের ওই লাইসেন্স বাতিলের নির্দেশে বলা হয় অভিযুক্ত ডাক্তাররা ঠগ এবং প্রতারক।

প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র জালিয়াতি এবং পরীক্ষার হলে প্রক্সি দেয়ার ঘটনাও ওই স্ক্যান্ডালের অর্ন্তভূক্ত। পাশাপাশি মেডিকেল কলেজের আসন সর্বোচ্চ অর্থ প্রদানকারীকে নিলামে বিক্রি করা হত। প্রতিটি আসনের জন্য সর্বনিম্ন ১০ লাখ রূপি থেকে সর্বোচ্চ ৭০ লাখ রূপি নেয়া হত। ২০১২ সাল থেকে এই স্ক্যান্ডালের জন্য ২,০০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র: বিবিসি

শেয়ার করুন