আজ রোববার রাত সাড়ে ৮ টায় দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে গতকাল রাতে ভাইস চেয়ারম্যান, সোমবার স্থায়ী কমিটি এবং বুধবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বেগম খালেদা জিয়া।
নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি তথা ২০ দলের অবস্থান কি হবে এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।