ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নূর ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার রারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনূল ইসলাম জানান, রাতে রারীপাড়া গ্রামে বড় ভাই নূর মোহাম্মদ ও ছোট ভাই নূর ইসলামের মধ্যে বিদ্যুতের মিটার নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন নূর ইসলামকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।