বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি আর নেই

0
226
Print Friendly, PDF & Email

বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পদ্মশ্রী উপাধি পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর।
অর্ধ সত্য, আক্রোশ, জানে ভি দো ইয়ারো, ভাবনি ভাবাই, মিরচ মসালা, ধারাভির মতো অসংখ্য চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা। প্রখর ব্যক্তিত্ব ও দক্ষ অভিনয়ের মাধ্যমে তিনি সারা বিশ্বের অগণিত দর্শকের মন জয় করেন। ইতিবাচক বা নেতিবাচক সব চরিত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক করেন ওম পুরি। ১৯৮২ সালে আরোহণ চলচ্চিত্রে তিনি সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন