রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় নতুন পাঁচ লাখ গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হচ্ছে। এজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে বড় প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এতে ব্যয় হবে ২০ হাজার ৫০১ কোটি টাকা, যার মধ্যে চীন দেবে ১৩ হাজার ৮৪৪ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী বছরের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের দায়িত্ব পাবে ডিপিডিসি।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সরকার টু সরকার (জি টু জি) পদ্ধতিতে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পটির আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় ১৪টি নতুন মাঝারি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ২৬টি ছোট উপকেন্দ্র নির্মাণ, ৮টি বিদ্যমান মাঝারি ও ৪টি ছোট উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়ন হলে সঞ্চালন অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কারের মাধ্যমে নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের ভারপ্রাপ্ত সদস্য জুয়েনা আজিজ বলেন, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া আরও পাঁচ লাখ গ্রাহকের কাছে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার সক্ষমতা তৈরি হবে। গুরুত্ব বিবেচনায় একনেকে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
সূত্র জানায়, প্রকল্পটির আওতায় মোট ৩২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০টি জিপ, ২৫টি ডাবল কেবিন পিকআপ, ২০টি মোটরসাইকেল, বুম ট্রাক ২টি এবং ৮টি মোবাইল ভ্যান কেনার সংস্থান রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায়, প্রকল্পের কাজেই যানবাহনগুলোর ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে। চীনের ঋণ বিষয়ে এখনও চুক্তি হয়নি। তাই ঋণের সুদের হার চূড়ান্ত নয়। তবে সাধারণত ২ শতাংশ সুদ থাকে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালের মধ্যে সারাদেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেগুলো ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশে বিদ্যুতের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিপিডিসি জাতীয় বিদ্যুৎ গ্রিড উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পিজিসিবির বিভিন্ন ক্ষমতার ৮ হাজার কিলোমিটার নতুন সঞ্চালন লাইন, ৫০ হাজার এমভিএ ক্ষমতার বিভিন্ন ভোল্টেজ লেভেলের ১৫০টি উপকেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান সঞ্চালন লাইন ও উপকেন্দ্রগুলোর ক্ষমতা বর্ধনসহ বিভিন্ন লক্ষ্য রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় প্রস্তাবিত প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে।