কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ।
১১তম ব্যাচে ভর্তির জন্য আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা। আগামীকাল শনিবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
চলতি বছরের ১ আগস্ট ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকাণ্ডের পর থেকেই বিশেষ নিরাপত্তার আওতায় রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
কুবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক হাজার ৪০টি আসনের বিপরীতে লড়বে ৫৪ হাজার ১২৯ জন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ তিনটি ইউনিটের অধীনে ছয়টি অনুষদে রয়েছে ১৯টি বিভাগ।