লুই কানের মূল নকশা সংসদ সচিবালয়ে

0
149
Print Friendly, PDF & Email

যুক্তরাষ্ট্রের পেনসালভেনিয়া ইউনির্ভাসিটির আর্কাইভ থেকে পাঠানো জাতীয় সংসদ ভবনের মূল নকশা বাংলাদেশে আনা হয়েছে।
বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা সংসদ এলাকাসহ পুরো আগারগাঁওয়ের নকশাটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ৪১টি বাক্সে লুইকানের নকশাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে নকশাগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
জাতীয় সংসদ সবিচালয়ের অতিরিক্ত সচিব এ. ওয়াই. এম গোলাম কিবরিয়া জানান, নকশাগুলো পাওয়া গেছে। এখন স্পিকারকে সেগুলো বুঝিয়ে দেয়া হবে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে রাখা হবে। তবে একটি অনুলিপি স্থাপত্য অধিদফতরকে সরবরাহ করা হবে। নকশা দেখে পরবর্তী পদক্ষেপ নেবে স্থাপত্য অধিদফতর।
এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, নকশাগুলো সংসদ সচিবালয় গ্রহণ করেছে। পরে এগুলো দেখা হবে।
এর আগে জাতীয় সংসদের অতিরিক্ত সচিব এআইএম গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে নকশা নির্ধারিত করে আসেন। সেই সফরে পর জানানো হয় যুক্তরাষ্ট্রে সংরক্ষিত আট হাজার নকশার মধ্যে ৮৩৫টি রয়েছে যা সরাসরি সংসদ সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট। এসব নকশা চার সেট করে আনা হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে আট হাজার নকশা রয়েছে বলে বাংলাদেশের স্থাপত্য অধিদপ্তরকে জানানো হয়েছে। এরমধ্যে ৮৫৩টি নকশা যেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এই ৮৫৩টি নকশাই সংগ্রহ করার নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া আরো ৫৬টি ডকুমেন্ট রয়েছে যেগুলোও আনার সিদ্ধান্ত ছিলো।
প্রসঙ্গত, লুই কানের নকশা ভেঙে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময়ে নির্মিত হয়। মূল নকশা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে জানিয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শেয়ার করুন