নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : সাখাওয়াত

0
449
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বপ্রথম নির্বাচনী মাঠ ঠিক করতে হবে। অর্থাৎ লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃংখলার উন্নতি ঘটানো সম্ভব হয় তবে তবে জনগণ ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবে।
তিনি বলেন, আইনশৃংখলার বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। বর্তমান প্রশাসনে যারা আছেন, তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কারণে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন রিটানিং অফিসার বলেছিলেন, সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ ছাড়া ৮ মেয়র প্রার্থীর ৭জনই সেনা মোতায়েন চান। সেনা মোতায়েন হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এতে ভোটারদের আস্থা ফিরে আসবে। তারা ভোট কেন্দ্রে আসবেন।
তিনি আরো বলেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয় তবে জনগণ মনে করবে দেশে কোন গণতন্ত্র নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এর প্রভাব পড়বে।
আজ মঙ্গলবার বন্দরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনখান এসব কথা বলেন। বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিটু, মনোয়ার হোসেন শোখন, বন্দর থানা ছাত্র দলের সভাপতি মহিউদ্দিন শিশির গণসংযোগের সময় তার সাথে ছিলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আজ মঙ্গলবার দুপুরে বন্দরে যান। তিনি প্রথমে ছালেহনগর এলাকায় হাজী বাবা সালেহ ইয়ামেনীর মাঝার জিয়ারত করেন। এরপর তিনি এইচ এম সেনরোড এলাকা জনসাধারণের সাথে কথা বলেন। তিনি বন্দর বাজার জামে মসজিদে যোহর নামাজ আদায় করে এলাকাবাসী সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে সোনাকান্দা ও দড়ি সোনাকান্দা এলাকায় গণসংযোগ অংশ নেন সাখাওয়াত।

শেয়ার করুন