নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

0
950
Print Friendly, PDF & Email

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তেলবাহী লরি ও ট্রাকের চালক-হেলপার আহত হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় একটি তেলবাহী লরি দাঁড়ানো ছিলো। রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক ও লরির চালক এবং হেলপারসহ চারজন গুরুতর আহত হন।  খবর পেয়ে পুলিশ ও নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন