নাইকো মামলায় খালেদা জিয়ার আপিল বিষয়ে আদেশ বৃহস্পতিবার

0
151
Print Friendly, PDF & Email

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের খারিজ করা রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের রায় আগামী বৃহস্পতিবার ধার্য করা হয়েছে।
আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। গতকাল রোববার এ শুনানি শুরু হয়েছিল।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন।

শেয়ার করুন