খালেদা নয়, সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন ফখরুল

0
347
Print Friendly, PDF & Email

সশস্ত্র বাহিনী দিবসে এবারও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী জানিয়েছেন, তার নেতৃত্বে একটি বিএনপির প্রতিনিধিদল সোমবার বিকালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন‌্যান্ট জেনারেল মাহবুবুর রহমানেরও থাকার কথা রয়েছে ওই প্রতিনিধি দলে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি) মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনব‌্যাপী অনুষ্ঠানে প্রতিবছর দিনটি ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ।
দিনের কর্মসূচির অংশ হিসেবেই বিকালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেবেন।

দেশের দুই বড় দলের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক অনুষ্ঠানে সচরাচর দেখা না গেলেও এক সময় বরাবরই সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা যেত তাদের।

২০১২ সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন দুই নেত্রী। তবে সেদিন তাদের কথা হয়নি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া সেনাকুঞ্জে যাননি। ওই বছর মির্জা ফখরুল বিএনপির পক্ষে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

আর গতবছর এই সময় খালেদা জিয়া ছিলেন দেশের বাইরে। ২১ নভেম্বর রাতে তিনি দেশে ফেরেন। বিএনপি নেতাদের মধ‌্যে জেনারেল মাহবুব (অব.) সেদিন সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন।

শেয়ার করুন