১৭ বছর বিনাবিচারে কারাগারে আটক শফিকুল ইসলাম শিপন নামে একজনের জামিনের দুই সপ্তাহের মধ্যে কারাবন্দি আরো চারজনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। হত্যা মামলার আসামি এ চারজনও দেড় যুগ বিনাবিচারে কারাবন্দি রয়েছেন।
রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে। ওই দিনের মধ্যে নিম্ন আদালতকে তাদের বিষয়ে তথ্য দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
অ্যাডভোকেট কুমার দেবুল দে বিষয়টি নিশ্চিত করেছেন। এই চার আসামির বিষয়ে প্রচারিত প্রতিবেদনটি তিনিই হাইকোর্টের নজরে আনেন।