তারেকের জন্মদিনে কেক কাটলেন খালেদা

0
166
Print Friendly, PDF & Email

কয়েক বছর ধরে লন্ডন প্রবাসী বড় ছেলে তারেক রহমানের ৫২তম জন্মদিনে ৫২ পাউন্ডের পাঁচটি কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে কেক কাটার পর মোবাইলে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

পরে কার্যালয়ের বারান্দায় এসে বাইরে অপেক্ষারত সহস্রাধিক নেতাকর্মীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, “আমি টেলিফোনে তারেকের সাথে কথা বলেছি। তোমাদের শুভেচ্ছা জানিয়েছে। তোমরা তার জন্য দোয়া করবে। সে তোমাদের শুভ কামনা করেছে।”

বিএনপির জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম‌্যান তারেকের জন্মদিন উপলক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের আনা পাঁচটি বড় আকারের কেক টেবিলে রাখা হয়।

রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়া কেক কাটা শুরু করলে উপস্থিত নেতাকর্মীরা ‘শুভ শুভ জন্মদিন, তারেক রহমানের জন্মদিন’ শোর তোলে।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, সাবিহ উদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুইয়া, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সানাউল্লাহ মিয়া, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে তারেকের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কেক পাঁচটি পাঠিয়ে দেওয়া হয় এতিমখানায়।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালে মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।

তারেকের জন্মদিন উপলক্ষে রোবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল‌্যে চিকিৎসা সেবা দেবে বিএনপির সহযোগী সংগঠন ড‌্যাব। বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে হবে আলোচনা সভা। এছাড়া সোমবার বাদ জোহর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে।

সারাদেশে মহানগর-জেলা-থানা-ইউনিয়ন পর্যায়েও বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়।

শেয়ার করুন