রাজধানীর গুলিস্তানে শনিবার রাতে বাসের ধাক্কায় কাওসার সিকদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মগবাজার একটি মাদ্রাসার শিক্ষক। বরিশালের উজিরপুরের গড়িয়া গ্রামে তার বাড়ি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কাওসার গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। সেখান থেকে পথচারী আব্দুল হালিম তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।